২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বনশ্রীতে ফ্রি পানির এটিএম

-


বনশ্রীতে ওয়াসার ১ নম্বর পানির পাম্পে এটিএম বুথ বসানো হয়েছে। কার্ডের মাধ্যমে এই বুথ থেকে পানি সংগ্রহ করা যাবে। তবে এখন পরীামূলক বুথ থেকে খাওয়ার পানি সরবরাহ করা হচ্ছে। আপাতত বুথ থেকে পানি মিলছে বিনামূল্যে। কিন্তু এ নিয়ে প্রচার না থাকায় খুব অল্প মানুষই এ বিষয়ে জানেন।
বনশ্রীতে অবস্থিত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পেছনে বি এবং সি ব্লকের মাঝামাঝি জায়গায় বুথটির অবস্থান। বুথে এটিএম দুটি। এখান থেকে প্রতি লিটার বিশুদ্ধ পানি ৪০ পয়সায় বিক্রি করা হবে। বুথ থেকে পানি নিতে হলে ২০০ টাকা ফেরতযোগ্য জামানত দিয়ে একটি কার্ড সংগ্রহ করতে হবে। এটিএমে কার্ড ঢোকানোর পর নির্ধারিত বোতাম চাপলে পানি পড়তে শুরু করবে। কার্ড সরিয়ে ফেললে পানি আসাও বন্ধ হয়ে যাবে।
কার্ড নিতে গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও দুই কপি ছবি লাগবে। এরপর প্রথমবার ১০০ টাকা রিচার্জ করতে হবে। এই টাকা শেষ হলে কার্ডে টাকা রিচার্জ করতে হবে। ওয়াসা সূত্র জানায়, এই এটিএমে কার্ড-ব্যবস্থা চালু করতে আরো কিছুদিন সময় লাগবে। সে পর্যন্ত বিনামূল্যে পানি দেয়া হবে। গতকাল এটিএমে পানি নিতে এসেছিলেন বজলুর রহমান। তিনি বলেন, ওয়াসার সরবরাহ লাইনের পানি ফুটিয়ে খেতে হয়। তা ছাড়া পানিতে দুর্গন্ধও থাকে। আর এটিএম বুথের পানি পরিশোধিত। এই পাম্পে ৬ জুন থেকে বিনামূল্যে পানি দেয়া হচ্ছে। তার কাছে একটি কার্ড আছে। ওই কার্ড দিয়ে তিনি লোকজনকে পানি দিচ্ছেন। এ মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে গ্রাহকদের কার্ড দেয়া হবে। যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের অনুদানে ঢাকার বিভিন্ন এলাকায় ৩০টি পানির বুথ চালু করা হয়েছে।


আরো সংবাদ



premium cement